জেলার পাথরঘাটা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এফবি রবিউল নামের একটি ট্রলারডুবির পর ট্রলারে থাকা নয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী জানান, এফবি রবিউল ট্রলারটি তালতলী সোনাতলা এলাকার হানিফ খানের মালিকানাধীন। ওই ট্রলারের নয় জেলেকেই কাছে থাকা অন্যান্য মাছধরা ট্রলারগুলোর জেলেরা উদ্ধার করেছে। এদের মধ্যে মো. শহিদ প্যাদা ও আ. লতিফ দফাদার শারীরিকভাবে অসুস্থ। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।