জেলার পাথরঘাটা উপজেলার নিশানবাড়িয়ার বিষখালী নদী থেকে রোববার ভোররাতে ১ লাখ চিংড়ি মাছের পোনা, ৫ লাখ ফাইসা ও অনান্য মাছের পোনাসহ ৭ জেলেকে আটক ও দুটি ট্রলার জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ডের সদস্যরা।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির রোববার সকালে পোনা মাছগুলো বিষখালী নদীতে অবমুক্ত করেছেন এবং আটককৃত ৭ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন।
জেলেদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেসন সাব-লেফটেন্যান্ট জহিরুল ইসলাম। তিনি আরও জানান, আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ট্রলার দুটি নিলামে বিক্রি করা হবে।
এমআর/