জেলার আমতলীতে আজ সকাল সাড়ে ৬ একটি মালবাহী ট্রাক খাদে পড়ে ট্রাক চালক সোহাগ (৩৫) নিহত এবং তার সহকারী আহত হয়েছে। মৃত সোহাগ যশোর জেলার কোতায়ালী থানার মালঙ্গ এলাকার আলী হোসেনের ছেলে।
আমতলীর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, যশোর থেকে রড ভর্তি একটি ট্রাক পায়রা বন্দরের যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমড়াগাছিয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক ড্রাইভার সোহাগ নিহত ও সহকারী বাদশা আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান