বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামে বাকপ্রতিবন্ধী এক শিশুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। আহত রীসা (৮) সোবাহানের (৫৫) মেয়ে।এলাকাবাসী জানায়, সোবাহান এ পর্যন্ত ৪০টি বিবাহ করেছে। সে মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন।
তারা জানান, সকালে সোবাহান তার মেয়ে রীসাকে মারধর করার সময় প্রতিবেশীরা বাধা দেয়। এ সময় সোবাহান তার হাতে থাকা দা দিয়ে ছত্তার (৬০) ও তার ছেলে নান্নাকে (৪৫) কোপ দেয়। এতে নান্নার হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।