বরগুনার পাথরঘাটাতে ঝড়ে ঘরচাপায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে।
শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামে বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দাদির নাম নুরজাহান (৬০) ও নাতির নাম জাহিদুর (৯)। জাহিদুর বাঁধঘাট এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ইব্রাহিম হোসেনের কাঠের বাড়িতে একটি কক্ষে দাদি নুরজাহানের সঙ্গে ঘুমিয়ে ছিল নাতি জাহিদুর। রাতে ঝড় ও বৃষ্টিতে কক্ষটি ধসে পড়লে ঘটনাস্থলেই দাদি-নাতির মৃত্যু হয়।
চরদুয়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঝড়ো বাতাসে ইউনিয়নের আরও ৪০ থেকে ৪৫টি ঘর উড়ে গেছে। এ ঘটনায় কতজন আহত হয়েছে, তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।
আজকের বাজার/এমএইচ