জেলার বলেশ্বর নদী থেকে বরশি দিয়ে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ শিকার করেছেন কবির নামের স্থানীয় এক ব্যক্তি। আজ সোমবার সকাল ১০টায় বলেশ্বর নদীর পদ্মা স্লুইচ গেট এলাকা থেকে মাছটি ধরা হয়।
কবির জানান, মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
দুপুরে মাছটির ক্রেতা ইউনুস বলেন, মাছটিকে আমি ২৯ হাজার টাকায় কিনেছি। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এটি কেটে ভাগা করে বিক্রি করেছি। ৬ হাজার টাকা লাভ হয়েছে।