বরগুনার তালতলী উপজেলায় ভেজাল আমন বীজের কারণে চরম ক্ষতির শিকার হয়েছেন এক হাজারেরও বেশি কৃষক। বিপর্যয়ের মুখে পড়েছে পাঁচশ’ একর জমির আমন ধান।
চলতি বছর আমন মৌসুমের জন্য বরগুনার তালতলী উপজেলায় সরকারি একমাত্র ডিলার আবুল হোসেনের কাছ থেকে বীজ কেনেন চাষিরা। বীজ জমিতে রোপনের পর নির্ধারিত সময়ের আগেই ধান গজিয়ে যাওয়ায় সন্দেহ দেখা দেয়। চাষিদের দাবি, ডিলার আবুল হোসেন প্যাকেটের গায়ে ধানের জাত, মূল্য ও তারিখ পরিবর্তন করে উচ্চমূল্যে তা বিক্রি করেছেন।
ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আত্মগোপনে আছে সরকারি ডিলার আবুল হোসেন। বীজ ভেজালের বিষয়টি অস্বীকার করেছে ডিলারের ম্যানেজার।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদন্তে নকল বীজ বিক্রির প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বিভাগীয় উপ-পরিচালক সাইনুর আজম খান
এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে রোপন করা বীজ তুলে পুনরায় আবাদ করতে গিয়ে দ্বিগুণ অর্থ গুণতে হচ্ছে কৃষককে।
আজকের বাজার/এএল