জেলার পাথরঘাটা উপজেলা থেকে গত রাতে কোস্টগার্ড সদস্যরা হরিণের চামড়াসহ রফিকুল ইসলাম হাবিব (৩৫) নামে একজনকে আটক করেছে। আটক ব্যক্তি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চর লাঠিমারা গ্রামের মো: হানিফ হাওলাদারের ছেলে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ রায় জানান, হরিণের চামড়া বিক্রির জন্য নেওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা খালের দক্ষিণ পাড় থেকে রোববার রাত দশটার দিকে ব্যাগভর্তি চামড়াসহ হাতেনাতে হাবিবকে আটক করা হয়। চামড়াসহ আটক হাবিবকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা মো. মনির হোসেন জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।