বরগুনার আমতলী থানাধীন মহিষকাটা এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত ওই ব্যক্তি হচ্ছে- মো. লোকমান হোসেন হাওলাদার (৩১)। তার বাবার নাম নয়া মিয়া হাওলাদার। বাড়ি বরগুনার আমতলী থানার গোজখালী এলাকায়।
র্যাব জানিয়েছে, র্যাব-৮ ক্যাম্পের একটি দল আজ দুপুর দেড়টার দিকে বরগুনা জেলার আমতলী থানাধীন মহিষকাটা এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী লোকমান হোসেন হাওলাদারকে আটক করে।
তার বিরুদ্ধে একটি মামলার ছয় মাসের সাজা ও ৯০হাজার ৪৮৬ টাকা অর্থ দ- রয়েছে। তাকে বরগুনার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান