বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন চীন ফেরত শিক্ষার্থী ইমরানের নমুনা(রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ)সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের(আইইসিডিআর)ল্যাবে পাঠানো হয়েছে। সোমবার বরগুনার সিভিল সার্জন মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান। এর আগে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা ইমরানের রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ সংগ্রহ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও ইমরানের পরিবার সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার চালিতাতলী গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে ইমরান। মাস তিনেক আগে তিনি বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বৃত্তি পেয়ে চীনের শানডং প্রদেশের রিজাউ শানডং ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন। সম্প্রতি চীনে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে ১৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন। এরপর ১৬ ফেব্রুয়ারি বরগুনায় পৌঁছালে শরীরে জ্বর অনুভব করলে তাকে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান