সাইবেরিয়ার ঠাণ্ডার প্রভাবে রাশিয়ার তাপমাত্রা এখন মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। মানুষের চোখের পাতায় পর্যন্ত বরফ জমে যাচ্ছে দেশটির কোন কোন এলাকায়।
এমন তীব্র শীতের মধ্যে বরফজমা পানিতে খালি গায়ে ডুব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ কর্মকাণ্ড তাক লাগিয়ে দিয়েছে প্রচণ্ড শীতে বিপর্যস্ত রাশিয়ায় জুড়ে।
বৃহস্পতিবার অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এপিফ্যানি উদযাপন উপলক্ষে দেশটির রাজধানী মস্কো থেকে প্রায় ৪শ’ কিলোমিটার উত্তরে সেলিজার লেকের বরফ ঠাণ্ডা পানিতে ওই ডুব দেন পুতিন। সেখানে তাকে ঘিরে উপস্থিত ছিলেন খ্রিষ্টীয় ধর্মনেতারা।
রুশ রাষ্ট্রীয় টেলিভিশন পুতিনের এ গোসল এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের দৃশ্য সম্প্রচার করে। এতে দেখা যায়, শীতের পোষাক পরিহিত অবস্থায় লেকের দিকে হেঁটে যান পুতিন। এরপর গায়ের লম্বা মোটা কোট এবং বুট জুতো খুলে পরে কাঠের পাটাতনের ওপর দিয়ে হেঁটে গিয়ে বরফজমা ঠাণ্ডা পানিতে নেমে পড়েন, সেইসাথে ডুব দিয়ে গোসল সাড়েন।
এরআগে প্রকাশ পাওয়া পুতিনের খালি গায়ে মাছ ধরা ও ঘোড়ায় চড়ার দুইটি ছবি আন্তর্জাতিক মাধ্যমে আলোচিত হয়েছিল।
সূত্র: বিবিসি
আজকের বাজার: সালি / ২০ জানুয়ারি ২০১৮