২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য বরাদ্দ বেড়েছে। আগের অর্থবছরের তুলনায় ১৭ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থাটির জন্য ১১৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে পরিচালন খাতে ৮৯ কোটি এবং উন্নয়ন খাতে ২৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। গত ২০১৭-২০১৮ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ ছিল ১০১ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় মুহিত বলেন, দেশকে ক্রমান্বয়ে সব ধরনের দুর্নীতি থেকে মুক্ত করার লক্ষ্যে আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দুদকের স্বাভাবিক আইনগত কার্যক্রম চলমান রাখার পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি ও দুর্নীতিবিরোধী মনোভাবসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।