সর্বাধুনিক তথ্যপ্রযুক্তিগত ও প্রতিশ্রতিশীল ব্যাংকিং সেবার লক্ষ্যে বরিশালের মুলাদী পৌরসভার সদর রোডের আল-আমিন টাওয়ারে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ‘মুলাদী উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী এবং মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তারিকুল হাসান খান মিঠু উপশাখা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে মুলাদী উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময়ে প্রধান কার্যালয় থেকে যুক্ত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোঃ কামাল উদ্দিন, এছাড়া মুলাদী উপজেলার ভাইস-চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।