বরিশালের লঞ্চঘাট এলাকা ও নৌ পথে কোন অরাজকতা চলবে না : নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকা এবং নৌ পথে কোন ধরনের অরাজকতা চলবে না।

তিনি বলেন, উপজেলা ভিত্তিক লঞ্চঘাটগুলোকে গুরত্ব সহকারে আরো আধুনিকায়ন করা হবে, যাতে নৌ-পথে যাত্রি সাধারণের চলাচলে কোন প্রকার অসুবিধায় পড়তে না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

নৌপরিবহন উপদেষ্টা আজ রোববার সকাল ১০ টায় বরিশাল জেলার হিজলা লঞ্চঘাটে বিআরডাব্লিউটিপি-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং ষ্টেশন নির্মাণ কার্যক্রম ও হিজলা উপজেলার লঞ্চঘাট থেকে নৌপথে কেবিন ক্রুজারযোগে জেলার মুলাদী উপজেলার বিআইডব্লিউটিএ-এর নবসৃষ্ট ঘোষের চর লঞ্চঘাট পরিদর্শন কালে একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, হিজলা উপজেলা নির্বাহি অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিনসহ বিআইডব্লিউটিএ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।