করোনা প্রতিরোধে টিকা নিয়েও বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন ও তার স্ত্রী মুর্শিদা বানু করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে তিনি চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেন।
তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোষ্ট দিয়ে দোয়া চেয়ে লিখেছেন, ‘আমার ফেসবুক বন্ধুরা আপনাদের আজ (১১/০৮/২০১) একটা দুঃসংবাদ দিচ্ছি। আমার ও আমার সহধর্মিণীর করোনা পজিটিভ এসেছে। সবার কাছে দোয়া চাই। সবার প্রতি অনুরোধ আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। সম্ভব হলে ঘরেই অবস্থান করুন।’
উল্লেখ্য, করোনার টিকা নেওয়া হলেও করোনায় আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। কিন্তু টিকা নেওয়া হলে স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশেই কমে যায়, যা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গবেষণায় উঠে এসেছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান