এপ্রিল ১৮, ২০১৭: আজকের বাজার ডেস্কঃ বরিশাল থেকে অভ্যন্তরীণ দুই রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। নির্দিষ্ট স্থানে পার্কিং করতে না দেওয়া ও পার্কিং চার্জ বৃদ্ধি করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশাল-বানারীপাড়া ও হিজলা রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
নথুল্লাবাদ বাস মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার দে জানান, বানারীপাড়ায় নির্দিষ্ট স্থানে, তাদের বাস পার্কিং করতে না দেওয়ায় ওই রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। অপরদিকে হিজলা পৌরসভা কর্তৃপক্ষ পার্কিং চার্জ ১৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা নির্ধারণ করায় তারা এই রুটেও বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
এসব সমস্যার সমাধান না হলে, বুধবার থেকে অভ্যন্তরীণ ৮টি রুটে অর্নিদিষ্টকালেরর জন্য বাস চলাচল বন্ধের ঘোষনা দেয়া হবে বলে জানান কিশোর কুমার দে।
আজকের বাজারঃএলকে/এলকে/১৮-০৪-২০১৭