বরিশালে নতুন করে আরও ৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বরিশালে নতুন করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, পুলিশ সদস্যদের মধ্যে একজন টিএসআই ও ৭ জন কনস্টেবল রয়েছেন। এছাড়া বাকী দুজন প্রথম শনাক্ত হওয়া পুলিশ সদস্যের পরিবারের সদস্য। গত মঙ্গলবার থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও তাদের পরিবারের মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে যে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে পুলিশ ও তাদের পরিবারের ১০ সদস্য ছাড়াও আগৈলঝাড়া উপজেলা ও বরিশাল মহানগরীর দুই বাসিন্দা রয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান