বরিশালে কন্যাশিশু অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বরিশাল নগরীতে রোববার সাড়ে তিন বছরের এক কন্যাশিশুকে অপহরণ করা হয়েছে। ওই শিশুর মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।

রোববার সকালে নিজ বাসা থেকে শিশুটিকে অপহরণের পরে সন্ধ্যায় একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে শিশুর বাবার নাম্বারে কল করে মুক্তিপণের টাকা ও হত্যার হুমকি দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

অপহৃত সাড়ে ৩ বছর বয়সি শিশু দীপা রানী পুটি বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের কলেজ রোড নতুন মসজিদ সংলগ্ন গলির বাদল কমিশনারের বাড়ির ভাড়াটিয়া বিনয় সমাদ্দার-চায়না দম্পতির মেয়ে। তার বাবা পেশায় একজন মিষ্টির দোকানের কর্মচারী।

এদিকে খবর পেয়ে রাতে বিএমপি’র দক্ষিণ জোনের উপ-ক‌মিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, কোতয়ালী মডেল থানা, গোয়েন্দা (ডিবি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরেই অপহৃত শিশুকে উদ্ধার করা সম্ভব হবে বলে জানান তিনি।

শিশুটির বাবা বিনয় সমাদ্দার জানান, ‘রোববার সকাল ১০টায় শিশু কন্যা দীপা রানী ঘরের সামনেই খেলা করছিল। এর কিছুক্ষণ পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীসহ নিকট আত্মীয় স্বজনদের কাছে খোঁজ খবর ও এলাকায় মাইকিং করেও দীপার সন্ধান না পেয়ে নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।’

তিনি বলেন, ‘দুপুরের দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার নম্বরে একটি কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তির নিজের নাম পরিচয় গোপন রেখে মেয়েকে ফিরে পেতে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়া না হলেও সন্ধ্যায় দ্বিতীয় দফায় একই নম্বর থেকে পুনরায় ফোন আসে। তখন ৪০ হাজারের পরিবর্তে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। তা না দিলে মেয়েকে হত্যা করার হুমকি দেয়।’

ঘটনার সত্যতা স্বীকার করে নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক বলেন, এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে শিশুটিকে উদ্ধারে জোড়ালোভাবেই অভিযান চলছে। এজন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ