বরিশালে করোনার উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে সাত জন ও উপসর্গ নিয়ে সাত জন মারা যায়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্প‌তিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৭৬ জ‌নে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১২৬, পটুয়াখালী‌তে ৫৮, ভোলায় ১১৮, পি‌রোজপু‌রে ৩২, বরগুনায় ২৭ ও ঝালকা‌ঠি‌তে ১৬ জন।

এই নিয়ে ব‌রিশাল বিভা‌গে মোট ক‌রোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ১১৯ জন। এদিকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ৩০০ শয্যার ক‌রোনা ইউ‌নি‌টে বৃহস্প‌তিবার সকাল পর্যন্ত ২০৪ জন ভ‌র্তি র‌য়ে‌ছেন। যার ম‌ধ্যে ৬৬ জনের ক‌রোনা প‌জি‌টিভ। গত ২৪ ঘণ্টায় এ ইউ‌নি‌টে ২৮ জন নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান