করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুজনকে বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
এই নিয়ে করোনা আক্রান্ত সন্দেহে মোট ৪ জনকে এই ইউনিটে ভর্তি করা হল।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ৮নং ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে আসলে তাকে করোনা ইউনিটে পাঠানো হয়। সে ঢাকা থেকে বরিশালে এসেছে।
অপরদিকে রাত ৯টায় বানারীপাড়া উপজেলোর তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) জ্বর, গলাব্যাথা ও কাশির জন্য জরুরি বিভাগে আসলে তাকেও করোনা ইউনিটে ভর্তি করা হয়।
তাদের দুজনকেই সন্দেহভাজন হিসেবে করোনা ইউনিটে রাখা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্রাণঘাতি এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ জন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫১৫ জনে। সূত্র - ইউএনবি
আজকের বাজার / এ.এ