বরিশালের হিজলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গৌরবদী ইউনিয়নের কাকরিয়া বাজার এলাকার নিজঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আকলিমা বেগম (২৫)। নিহত আকলিমা একই এলাকার কবির মাঝির স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে অজ্ঞাত ব্যক্তিরা ঘরে ঢুকে আকলিমাকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে।
আকলিমার তিন বছরের ছেলে লিমন জানায়, রাতে দুই ব্যক্তি ঘরে ঢোকে। এ সময় তার মা বাধা দিলে তাদের সঙ্গে মারামারি হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, আকলিমার স্বামী পেশায় জেলে। তিনি শনিবার রাতে স্ত্রী ও সন্তানদের ঘরে রেখে নদীতে মাছ ধরতে যান। সকালে প্রতিবেশীরা কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান বিছানার ওপর আকলিমার মরদেহ পড়ে রয়েছে।
এরপর তারা পুলিশে খবর দেন।
আজকের বাজার/একেএ