বরিশালে চতুর্থ দিনের মতো বাস ধর্মঘট অব্যাহত

বরিশাল বিভাগের ৬ জেলায় ১৫টি রুটে চতুর্থ দিনের মতো বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। ঝালকাঠি বাস মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্বের জেরে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।

রোববার (২৪ জুন) সকালে রুপাতলী বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির নেতাদের অভিযোগ, ঝালকাঠির কালিজিরা এলাকায় অবৈধভাবে বাসস্ট্যান্ড গড়ে তুলেছে জেলা বাস মালিক সমিতি।

গত বৃহস্পতিবার বরিশাল থেকে ঝালকাঠি রুটে বাস ছেড়ে গেলে ঝালকাঠি বাস মালিক সমিতির লোকজন শ্রমিকদের মারধর করে। এর প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ ১৫টি রুটে বাস ধর্মঘটের ডাক দেয় বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি।

আরজেড/মতিন