বরিশালের মুলাদীতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় রাশিদা বেগম (৩০) নামের এক গৃহবধু নিহত হয়েছেন ।এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।ঝড়ে অধর্শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছেে বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আকস্মিক ঝড়ে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া, চরমালিয়া গ্রাম এবং চরকালেখান ইউনিয়নের চরকালেখান, দক্ষিণ গাছুয়া গ্রামসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়। ওই সময় পশ্চিম বোয়ালিয়া গ্রামের জালাল মজুমদারের স্ত্রী রাশিদা বেগম গোয়াল ঘরে গরু বাধার সময় গাছ ভেঙ্গে চাপা পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে ঝড়ে খুটি ভেঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।
আজকের বাজার/আরজেড