বরিশালে ট্রলারসহ ১১০ মণ জাটকা জব্দ

বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে বুধবার রাতভর অভিযান চালিয়ে ১১০ মণ জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে নৌ-পুলিশ সদস্যরা।

বরিশাল নৌ-পুলিশ পরিদর্শক মো. আবু তাহের বলেন, মুলাদীর নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালায়। এই সময় কাঠেরচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে একটি ট্রলারকে থামতে সংকেত দিলে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ধাওয়া করে ট্রলারটি আটক করতে সক্ষম হন। তবে চালক ও মাছ ব্যবসায়ীরা ট্রলার থেকে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। ট্রলার থেকে ১১০ মণ জাটকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকা মুলাদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আজকের বাজার/একেএ