বরিশালে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রায় থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ১ টায় পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল নগরীর সাগরদী আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে মা দেলোয়ারা বেগম (৬০) নিহত হয়। হাসপাতালে নেয়ার পর তার ছেলে শিপন (৩৫) মারা যায়। নিহতদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামে।
প্রতক্ষদর্শীরা জানান, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মা-ছেলে মারা যান।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/এমএইচ