বরিশাল থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। তিনি পাসপোর্ট করতে বরিশালে এসেছিলেন।
রোববার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম নূরজাহান বেগম (২২)। নূরজাহান বেগম কক্সবাজার জেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করা জামাল খান এবং ফাতেমা বেগম দম্পত্তির মেয়ে। তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার কালীবাজার এলাকায়।
প্রতক্ষদর্শীরা জানান, বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল মো. জলিলকে নিয়ে নিজের জন্য পাসপোর্ট অফিসে আবেদন করতে গিয়েছিলেন নূরজাহান বেগম । তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হয় পাসপোট কার্যালয়ের কর্মকর্তাদের।
পরে তাকে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে নূরজাহানকে বিমানবন্দর থানায় নিয়ে যায়।
তবে দালাল মো. জলিলকে রহস্যজনক কারণে আটক করেনি পুলিশ।
বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নূরজাহান বেগম নিজের জন্য পাসপোর্ট করার উদ্দেশ্যে দালালের মাধ্যমে গত শনিবার রাতে লঞ্চযোগে বরিশালে আসে। ছদ্ম পরিচয়ে বরিশাল পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার চেষ্টা করছিলো।
আটক নূরজাহানকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান ওসি মো. আনোয়ার হোসেন।
আজকের বাজার/একেএ