বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাদলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হনুফা বেগম (২৫)। হনুফা বেগম একই এলাকার মো. ফিরোজ মিয়ার স্ত্রী।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি শুরু হলে গরু আনতে বাদলপাড়া ব্রিজের কাছে যান গৃহবধূ হনুফা বেগম। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে তিনি রাস্তার ওপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/একেএ