সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন, নারী নিপীড়ন বন্ধ এবং বন্ধ পাটকল চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশালে রাজপথ অবরোধ করেছে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়ক অবরোধ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।
পরে এক সমাবেশে বক্তারা বলেন, ‘আইনের প্রয়োগ ঘটাতে হবে এবং ধর্ষকদের উপযুক্ত শাস্তির বেলায় স্বৈরাচারী ও তোষণের নীতির পরিবর্তন করতে হবে।’
বক্তারা আরও বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ না করে এর আধুনিকায়ন করতে হবে। নতুবা কেবল ৫০ হাজার শ্রমিকই বেকার হবে না, এর সাথে ৪ লাখ পাট চাষি এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে ৪ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।