বরিশালে বাস মিনিবাস ধর্মঘট প্রত্যাহার

বরিশালে বিভাগীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি।

বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক হয়। এ সময় বিভাগীয় কমিশনার ও পুলিশের ডিআইজির আহ্বানে এ বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।

তবে, সন্তোষজনক সমঝোতা হয়নি বলে জানান ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ। বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে, বুধবার সকালে বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির ডাকে ধর্মঘট শুরু হয়।

এতে দক্ষিণাঞ্চলের ৫টি জেলার অর্ধশত রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে, সমঝোতার পর স্বাভাবিক হয় বাস চলাচল।

আরএম/