বরিশালের উজিরপুরে বাস ও লড়ির সংঘর্ষে জহিরুল (২০) নামের এক জন মারা গেছেন। এ ঘটনাঢ আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত জহিরুল বরগুনা জেলার আমতলি উপজেলার সুলতান ফরাজির ছেলে।
সোমবার (২ জুলাই) মধ্যরাতে উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখি একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহিরুল মারা যান।
গৌরনদী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই রউফ জানান, আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি ১১ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরএম/