বরিশালের বিআরটিএ’র কার্যালয়ে যানবাহনের নিবন্ধন ও চালকদের লাইসেন্স করার হিড়িক পড়েছে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও ট্রাফিক সপ্তাহ উপলক্ষে যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরুর পর বিআরটিএ’র বরিশাল কার্যালয়ে এ ভিড় বেড়েছে।
বিআরটিএ’র দফতরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় দেখা যাচ্ছে চালক ও যানবাহন মালিকদের।
বিআরটিএ’র কর্মকর্তারা জানান, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন শুরুর পর চালকদের লাইসেন্স, গাড়ির নতুন নিবন্ধন ও নিবন্ধন নবায়ন প্রত্যাশীর সংখ্যা প্রায় দশগুণ বেড়েছে। সীমিত জনবল দিয়ে এই চাপ সামলাতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে।
আজকের বাজার/একেএ