বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার চারঘন্টা পর ভোট বর্জন করল বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
সোমবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে নির্বাচন বর্জন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সকাল সাড়ে এগারোটার দিকে সাংবাদিক সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
আরএম/