বরিশালের বানারীপাড়ায় ঢাকার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সলিয়াবাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মাঈন উদ্দিন রাজু (৪৫)। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত উদ্দিনের ছোট ভাই।
থানার উপ-পরিদর্শক গাজী মো. অহিদুল ইসলামের নেতৃত্বে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাঈন উদ্দিন রাজুকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন গুম ও হত্যা মামলাসহ ঝালকাঠি, বাকেরগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
ঢাকার মগবাজার, মৌচাক, মালিবাগ ও মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী মাঈন উদ্দিন রাজু র্যাব ও পুলিশের হাতে এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়। ২০০০ সালের ১৩মে পরিপ্রেক্ষিত অনুষ্ঠানে মাঈন উদ্দিনকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।
এদিকে টপ টেরর মাঈন উদ্দিন ঢাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে বানারীপাড়ায় সলিয়বাকপুর ও সীমান্তবর্তী ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর এলাকায় এসে আত্মগোপন করে থাকতেন। পরিস্থিতি শান্ত হলে তিনি আবার ঢাকায় ফিরে যেতেন।
সম্প্রতি মাদক বিরোধী সাঁড়াশি অভিযান শুরু হলে তিনি এলাকায় এসে আত্মগোপন করেন।
শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাঈন উদ্দিন গ্রেফতার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আজকের বাজার/একেএ