আসন্ন শীতে করোনার প্রকোপ কমাতে সর্ব সাধারনের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এ কার্যক্রমকে কার্যকর করতে নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময় মাস্ক ব্যবহার না করায় ৫টি প্রতিষ্ঠান এবং ১১ জন ব্যক্তির নিকট থেকে সর্বোমোট ৯ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সদর রোডের ৫টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা, অপর রুমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার ১’শ টাকা এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করেছেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাটিয়ে দেন।
উল্লেখ্য, জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এ অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।