বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত শেষ দিনে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। খবর ইউএনবি।
সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
দুপুরের দিকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মেয়র প্রার্থী দলের যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। দলের সিনিয়ন নেতারা এসময় তার সাথে ছিলেন।
এর আগে বুধবার মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এই তিনজনসহ মোট ৭ জন মেয়র প্রার্থী সিটি নির্বাচনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাকি ৪ জন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, সিপিবির অ্যাডভোকেট একে আজাদ, বাসদের ডাঃ মনিষা চক্রবর্তি এবং জাপার বিদ্রোহী প্রার্থী বশিল আহম্মেদ ঝুনু।
এছাড়া ৩০টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত আসনের বিপরিতে প্রায় ৮০ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজকের বাজার/এমএইচ