বরিশালের সদর উপজেলার সাপানিয়া এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধ হয়ে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে সদর উপজেলার সাপানিয়া এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ওই দুই শ্রমিক। এ সময় শ্বাসরোধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি নুরুল ইসলাম।
আজকের বাজার/একেএ