বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির দণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন বলে আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) ফয়জুল হক ফয়েজ জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত মনির হোসেন হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ৫০ হাজার টাকা যৌতুক দিতে না পারায় ২০১৩ সালের ৬ জানুয়ারি মনির তার স্ত্রীকে কিল-ঘুষি মেরে হত্যা করেন।
এ ঘটনায় নিহত মাকসুদা বেগমের ভাই অলি উদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি মামলা করেন। মামলায় ২০১৩ সালের ১৯ মে অভিযোগপত্র দেয়া হয়।