বরিশাল নগরীর কাশিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিপুর এলাকার বাসিন্দা মিজান জোমদ্দারের ছেলে হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আঃ রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দ্রুতগতির ব্যক্তিগত গাড়ি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে নারীসহ দুজন গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালেহা বেগমকে মৃত ঘোষণা করেন এবং হাসেমকে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়।
ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, হাসেমকে ওয়ার্ডে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ