বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে গৌরনদী উপজেলার বাইচখোলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে লিটন রাঢ়ী (৪২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার বাসিন্দা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, বিএমএফ পরিবহনের একটি বাস মাওয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। গৌরনদীর বাইচখোলা এলাকায় পৌঁছলে গাড়িটিতে যান্ত্রিক (ব্রেক) ত্রুটি দেখা দেয়। তাৎক্ষণিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
আজকের বাজার/এমএইচ