বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

বরিশাল-বানারীপাড়া সড়কের গরিয়ারপাড়ের তেঁতুলতলা নামক স্থানে দুর্জয় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও একটি মাহেন্দ্রাকে (থ্রি-হুইলার আলফা) মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন- বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শীলা হালদার (২৪), নগরীর নথুল্লাবাদ এলাকার রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর কাশিপুর এলাকার অটোরিকশাচালক খোকন (৩৫), কাশিপুরের গণপাড়া এলাকার বাসিন্দা ও মাহেন্দ্রাটির চালক সোহেল (২৫) এবং ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারী।

বরিশাল বিমানবন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, বানারীপাড়া থেকে বরিশালগামী দুর্জয় পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর মুখোমুখি সংষর্ষ হয়। এতে হতাহতরা সবাই মাহেন্দ্র যাত্রী। আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্রাটি পুলিশ হেফাজতে আছে।