বরিশালের আগৈলঝড়ায় হত্যা, গণধর্ষণ ও ডাকাতিসহ ১৮টি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের গোয়াইল বিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম সেন্টু মৃধা (৪৫)। সেন্টু মৃধা গৌরনদী উপজেলার নন্দপট্টি এলাকার শফিজদ্দিন মৃধার ছেলে।
আগৈলঝাড়া থানার এসআই শাহানুর মিয়া জানান, গৌরনদী থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সেন্টু মৃধা। এছাড়া গৌরনদী ও আগৈলঝাড়াসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে গণধর্ষণ, মাদক, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে গোয়াইল বিলের একটি ঘরে। সেখানে বসে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করতেন সেন্টু মৃধা।
গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশের একটি দল গোয়াইল বিল থেকে ধাওয়া করে ৭২পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আজকের বাজার/একেএ