বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রী-নিবাসের ছয় ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কলেজ কতৃপক্ষ। ওই ছয় ছাত্রী একই হলের এক ছাত্রলীগ নেত্রী ঝুমুরের বিরুদ্ধে আন্দোলন করেছিলো, তার পরবর্তীতে কলেজ কতৃপক্ষ এ আদেশ দেয় বলে জানা যায়। ছাত্রীদের হল ছাড়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার।
তিনি জানান, শিক্ষক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার নিরপেক্ষ তদন্তে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য এই ঘটনায় জড়িতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঝুমুরের বিরুদ্ধে আন্দোলনকারীদের মধ্যে বিএম কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌসি, রহিমা আফরোজ ইভা, ফাতিমা শিমু, শাকিলা, তানজিলা আক্তার মিষ্টি ও শারমিন আক্তারকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এদিকে ছাত্রীদের এভাবে হল ছাড়ার নির্দেশের বিরুদ্ধে সাধারণ ছাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
হল ছাড়ার নির্দেশ প্রাপ্ত ফাতেমা শিমু বলেন, ‘তদন্ত করার স্বার্থে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।’
বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, ছাত্রলীগ নেত্রী ঝুমুরকে হল থেকে বের করে দেওয়ার পর সে বিভিন্ন মাধ্যম থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে তদবির করতে থাকে। সরকারি দলের অনেক নেতার কাছে ধর্না দিয়ে তাদের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের কাছে ফোন করে ঝুমুরের বিরুদ্ধে আন্দোলনকারী ছয় ছাত্রীকে হল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে।
উল্লেখ্য, কলেজের ছাত্রলীগ নেত্রী ফারজানা আক্তার ঝুমুরের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসের ছাত্রীদের নির্যাতন, অনৈতিক কাজে বাধ্য করা ও ইয়াবা ব্যবসাসহ নানা অভিযোগ ওঠে। এসব বিষয়ে সাধারণ ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি দিয়েছে। অভিযোগ দেওয়ার পর ঝুমুর গত ২২ এপ্রিল ছাত্রীদের নানাভাবে শাসানোর একপর্যায়ে কয়েকজনকে মারধরও করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ছাত্রীরা ঝুমুরকে মারধর দিয়ে তার রুমের আসবাবপত্র মূল-সড়কে এনে পুড়িয়ে ঝুমুরকে হল থেকে বের করে দেয়। পরের দিন ওই ছাত্রীরা আবারও কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ দিয়ে ঝুমুরকে স্থায়ী বহিষ্কারের দাবি জানালে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
আজকের বাজার/ এমএইচ