বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৪১ ভাগ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ১৮৯। এছাড়া দুটি স্কুলের শিক্ষার্থী শতভাগ ফেল করেছে।
সোমবার দুপুর ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, বরিশাল শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে এবার ৭২৭টি জিপিএ ৫ বেড়েছে। গতবার জিপিএ-৫ ছিলে ৩ হাজার ৪৬২টি। এবার জিপিএ- ৫ হয়েছে ৪১৮৯টি।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এবছর বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার গতবারের পাশের হারের থেকে দশমিক ৩০ ভাগ পাশের হার বেড়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ গার্লস হাইস্কুল এবং পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরগঙ্গা আদর্শ হাই স্কুলের একজন পরীক্ষার্থীও পাশ করতে না পারায় এদের বিরুদ্ধে কারণ দর্শানো ও যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন বোর্ড কর্তৃপক্ষ।
অন্যদিকে এবার বরিশাল বোর্ডে ৫০টি কেন্দ্র শতভাগ পাশ করেছে। এর মধ্যে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, বরিশাল জিলা স্কুল ও বরিশাল ক্যাডেট কলেজ রয়েছে।
আজকের বাজার/এমএইচ