আজ পটুয়াখালী ও বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনানিবাস’সহ দুই জেলায় ৫৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এরমধ্যে বরিশালে ৭৫টি এবং পটুয়াখালীতে ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। সকালে পটুয়াখালীর লেবুখালীতে পৌঁছে শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করবেন প্রধাননমন্ত্রী। এ ছাড়া পটুয়াখালী জেলার ১৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বিকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী । সেখানে ৩ থেকে ৫ লাখ নেতাকর্মী জমায়েতের লক্ষ্য নির্ধারণ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮