জেলার বরুড়া উপজেলায় ৩০ শয্যার করোনা আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় উপজেলার মৌলভীবাজারের প্রাইম হসপিটালটি করোনা আইসোলেশন হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী। অধ্যাপক ডা. রুহিল আমিনের তত্ত্বাবধানে করোনা আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অধ্যাপক ডা. রুহিল আমিন বাসসকে বলেন, বরুড়া উপজেলায় করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় করোনা রোগীদের মাঝে স্বল্প খরচে চিকিৎসা দিতে বরুড়ার বিশিষ্টজনের ব্যক্তিগত অর্থায়নে এ আইসোলেশন নির্মাণ করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান