বরেণ্য কথা সাহিত্যিক অধ্যক্ষ শফীউদ্দীন সরদার আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নাটোর শহরের শুকুল পট্টি এলাকার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
কথা সাহিত্যিক শফীউদ্দীন সরদারের মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক, স্থানীয় রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেষার মানুষ ছুটে যান তার বাস ভবনে।
১৯৩৫ সালের ১ মে নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামে জন্ম গুণি এ মানুষের। প্রথম জীবনে সরকারি করেন, ছিলেন ম্যাজিস্ট্রেট। পরে নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে যান।
জাতির শেকড় সন্ধানী উপন্যাসিক হিসাবে পরিচিত অধ্যক্ষ শফীউদ্দীন সরদার ৩৭টি উপন্যাস ও বখতিয়ার খিলজির বঙ্গ বিজয় থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলার ইতিহাসসহ ৬০টি গ্রন্থের রচয়িতা।
৮৫ বছর বয়সী এ কথা সাহিত্যিক কিডনি, ফুসফুসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ৪ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যায় শহরের গাড়িখানা মসজিদ চত্বরে জানাযা শেষে সেখানকার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ