বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৭ এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন হয়েছে। সোমবার ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, বরেন্দ্র অঞ্চল ও তৎসংলগ্ন এলাকাগুলোতে উন্নয়নের জন্য ১৯৯২ সালের ১৫ জানুয়ারি রেজুলেশন জারির মাধ্যমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়। গঠিত হওয়ার পর থেকে বরেন্দ্র এলাকায় সেচের ব্যাপক উন্নয়ন, সেচযন্ত্র বৈদ্যুতিকরণ, মৎস উৎপাদন, ফসলের বৈচিত্রায়ন প্রভৃতি কার্যক্রমের পরিধি ও ব্যাপকতা বৃদ্ধির মাধ্যমে উন্নতি সাধিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কৃর্তপক্ষ পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে আইনি কাঠামোভুক্তকরণের লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ আইন-২০১৭ অনুমোদন দেয়া হয়।
তিনি বলেন, এই আইন অনুমোদনের আগে এর পরিধি ছোট ছিল। কিন্তু এই অনুমোদনের পরে এর পরিধি বেড়েছে। রাজশাহী ও রংপুরের সকল জেলা এর আওতায় নিয়ে আসা হয়েছে।
এ আইনে ২৫টি ধারা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বরেন্দ্র বহুমুখী আইন উন্নয়ন কর্তৃপক্ষ একটি আইনি কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠা পাবে। যা একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। এই আইনের মাধ্যমে বরেন্দ্র এলাকা নির্ধারণ করা হয়েছে। এই আইনে কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো-ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানিসম্পদ উন্নয়ন ও ব্যবহার, কৃষি যান্ত্রিকরণ, বীজ উৎপাদন ও সরবরাহ, শস্যের বহুমুখীকরণ, পরিবেশ ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপন ও সংরক্ষণ।
উপদেষ্টা পর্ষদ ও পরিচালনা পর্ষদ গঠন, দায়িত্ব ও কার্যাবলি আইনে নির্দিষ্ট করা হয়েছে। আইনের আওতায় বিধি ও প্রবিধান রাখা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ২৭ নভেম্বর ২০১৭