স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শহর ও গ্রামাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে নানাবিদ পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আজ বিএনপি দলীয় সদস্য মো. হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে ২০১৮-১৯ অর্থ বছরে ১৯৬টি পৌরসভার অনুকূলে গার্বেজ ট্রাক বিতরণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা আধিুনিকায়নে মেয়রদের উন্নত প্রশিক্ষণের জন্য দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে বর্জ্য ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তিনি জানান, চলতি অর্থ বছরে অধিদপ্তর কর্তৃক ৬টি উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৯টি পৌরসভায় ও দুইটি উপজেলায় ৯১টি বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের কাজ চলমান রয়েছে। এ ছাড়া ১টি কারিগরি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই কারিগরি প্রকল্পের আওতায় ৬১টি শহরে কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সম্ভাব্যতা যাচাই করা হবে। মন্ত্রী বলেন, অধিদপ্তরের ৬৯টি পৌরসভায় বর্জ্যব্যবস্থাপনা স্থাপনের লক্ষ্যে ১০টি প্রকল্প প্রস্তাবিত রয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান