বর্ণভিত্তিক কোটা প্রথার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে ভারতজুড়ে অবরোধ ডেকেছে দেশটির বেশ কয়েকটি গোষ্ঠী। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশটির বার্তাসংস্থা এএনআইন জানিয়েছে, বিহারের আরাহতে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে এ নিয়ে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলির শব্দও শোনা গেছে। বিক্ষোভকারীরা রেল চলাচল বন্ধ করে দিয়েছে। এর আগে দলিতদের এক আন্দোলনে পুলিশের গুলিতে আটজন নিহত। ওই ঘটনার পরই নতুন করে এই বিক্ষোভ শুরু হয়েছে।
তবে অবরোধটি সামাজিকমাধ্যমে ডাকা হলেও কোনো গোষ্ঠী এর দায় নেয়নি। রাজ্যগুলোকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটলে জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় এসপি ব্যক্তিগতভাবে দায়ী হবেন বলেও জানানো হয়েছে। দেশটির বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বিহারে সহিংসতায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে। উচ্চবর্ণের যুবকরা আজ বুধবার রাস্তা বন্ধ করে অনশন করেছে।
আজকেরবাজার/এস