সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে বিআরটিসি বহরে ১হাজার ৮৩০টি বাসের মধ্যে ১হাজার ৩১৩ টি বাস চলাচল করে। এরমধ্যে ৩৩০টি বাস অমেরামতযোগ্য। মেরামতযোগ্য ১৮৭ টি বাস ভারী মেরামতের জন্য কারখানায় রয়েছে।আজ জাতীয় সংসদে বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান।
ওবায়দুল কাদের আরো বলেন, ভারতীয় লাইন অব ক্রেডিট ঋণের আওতায় ৩০০টি দ্বিতল ২০০টি একতলা এসি বাস এবং ১০০টি নন এসি বাসসহ মোট ৬০০টি নতুন বাস আমদানি করা হয়েছে। বাসগুলি বিআরটিসি বহরে পর্যায়ক্রমে সংযুক্ত হচ্ছে। এছাড়া কারখানায় মেরামত করার পর চলাচল উপযোগী করে বাসগুলো বিআরটিসি বহরে সংযুক্ত করা হবে বলে মন্ত্রী সংসদকে জানান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান